জবি সংবাদদাতা
অবন্তিকার মৃত্যুর ঘটনায় প্রক্টর অফিসকে সিলগালা করার হুশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লালকার্ড দেখিয়েছে তারা। মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে শিক্ষার্থীদের প্রতীকী সমাবেশে এ হুশিয়ারি দেন তারা।
প্রতীকী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বহু শিক্ষার্থীর থেকে অন্যায়ভাবে মুচলেকা নিয়েছে। এবার এই বডিকে আগামী সাত দিনের মধ্যে শিক্ষার্ধীদের কাছে ক্ষমা চেয়ে মুচলেকা জমা দিতে হবে। সাত দিনের মধ্যে মুচলেকা না দিলে প্রক্টর অফিসের নামে যে টর্চার সেল তারা করে রেখেছে – সেখানে তালা ঝুলিয়ে দিব।
ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সামিরা মৌ বলেন, করোনার সময় কুকুরের খাবারের বরাদ্দকৃত টাকাও মেরে দিয়েছে সাবেক প্রক্টরিয়াল বডি। নিপীড়ন বিরোধী সেলে শুধু কমিটি করে দিলেই হবে না৷ একজন আইনজীবীও নিয়োগ দিতে হবে।
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোর সাম্য বলেন, নিপীড়ন বিরোধী সেলে শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগ দিতে হবে। এই প্রশাসন এখনো অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করেনি। তাহলে কিভাবে শিক্ষার্থীরা বিশ্বাস করবে যে এই প্রশাসন বিচার প্রক্রিয়া চালাচ্ছে?
ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী শাহ সাকিব শোভান বলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর নিজে নিপীড়ক কার্যক্রম করেছেন এবং নিপীড়কদের অভয় দিয়ে গিয়েছেন। আমাদের প্রক্টরিয়াল নিরীহদের ধরে ধরে মুচলেকা সংগ্রহ করে। যে ছেলে সিগারেট খায় না, তার কাছে মুচলেকা নেওয়া হয়- আমি আর কখনো মাদক খাবো না।
#যৌন নিপীড়নমুক্ত ক্যাম্পাসের দাবি মহিলা পরিষদের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনায় যৌন নিপীড়ন ও হয়রানিমুক্ত শিক্ষাঙ্গনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ প্রতিবাদ সমাবেশ পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন কর্মজীবী নারী পরিষদ, এসিড সাইবার কমিটি ও নিপীড়কের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সমাবেশে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টরসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ক্ষমতার বলয় থেকে নিয়োগ পেয়ে থাকে। নিয়োগের পর তারা ক্ষমতার বলয়ের মনোরঞ্জন করতে গিয়ে নিজ দায়িত্বের দায়বদ্ধতা ভুলে যান। তাদের কোন জবাবদিহিতা, দায়বদ্ধতা থাকে না। নারীরা শিক্ষা প্রতিষ্ঠানে সহপাঠী ও শিক্ষক, কর্মস্থলে সহকর্মী দ্বারা যৌন হয়রানির শিকার হচ্ছে। একটা নিপীড়ন মুক্ত ও হয়রানিমুক্ত ক্যাম্পাসের দাবি জানাচ্ছি।
তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মহিলা পরিষদের সভাপতি ডা. ফাওজিয়া মোসলিম বলেন, মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। এখন সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌন নিপীড়নের জন্য আন্দোলন করতে হচ্ছে। দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে।
# এদিকে অবন্তিকার মৃত্যুর বিষয় নিয়ে কাউকে রাজনৈতিক খেলা খেলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে অবন্তিকার স্মরণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট সাত কার্যদিবসের মধ্যে দেয়ার চেষ্টা করবে, তবে তদন্ত কমিটির রিপোর্ট যাতে সুষ্ঠু হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।
মো. জুনায়েদ শেখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়