রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন মাহিয়া মাহি।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে রাজশাহী সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে মতবিনিময় শেষে নির্বাচনের নানান বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি।
এ সময় তিনি বলেন, নির্বাচনি প্রচারণায় কিছু তো বাধা থাকবেই। বাধা না থাকলে তো আর রাজনীতি হবে না। প্রতিপক্ষ বাধা দেবে, আমি সেটিকে কাউন্টার দেব। আমাকে কোনো হুমকি দেওয়া হয়নি। প্রচারণায় একটু-আধটু বাধা আসবেই। এটা নরমাল। এটাকে আমরা কাউন্টার দেওয়ার চেষ্টা করছি।