সর্বশেষ যুব এশিয়া কাপের সেমি ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ফাইনাল খেলেছিল বাংলাদেশের যুবারা। এরপর বাংলাদেশের বিপক্ষে আর ম্যাচ খেলার সুযোগ পায়নি তারা।
এবার যুব বিশ্বকাপের মঞ্চে ভারত প্রতিশোধ নিলো বাংলাদেশকে হারিয়ে। ৮৪ রানের হারে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ।
শনিবার (২০ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে ভারত। আদার্শ সিং দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন। মারুফ মৃধা শিকার করেন ৮ ওভারে এক মেইডেনসহ ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট । জবাবে খেলতে নেমে ৪৫ ওভার ৫ বলে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ। শিহাব জেমস করেছেন দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান ।
ব্যাটিং করতে নেমে শুরুতেই আর্শিন কুলকার্নিকে হারায় ভারত। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে ছিলেন মারুফ। ইনিংসে পাঁচ উইকেট শিকারের মাইলফলক পূর্ণ করেন তিনি।
এছাড়া একটি করে উইকেট পেয়েছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও মাহফুজুর রহমান রাব্বি।