বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রতিষ্ঠাকালীন নাম “রংপুর বিশ্ববিদ্যালয়” পুনর্বহালসহ শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুপায়ণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হওয়া এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রহমত আলী, আরমান হোসেন, শামসুর রহমান সুমন, জাহেদ হাসান জয় প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শামসুর রহমান সুমন বলেন, আমরা গত ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম পুনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান করেছিলাম কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আজকে আমরা আবারো মানববন্ধন কর্মসূচি পালন করছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সদস্য জাহেদ হাসান জয় বলেন, এই দাবি বিশ্ববিদ্যালয়ের ৮৪% শিক্ষার্থীদের দাবি। আমরা গণভোটের মাধ্যমে আমাদের দাবিকে শক্তিশালী করেছি। আমাদের পূর্বের প্রতিষ্ঠালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহালের সঙ্গে সঙ্গে শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সামগ্রিকভাবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রুপায়ণ করতে হবে।
প্রসঙ্গত, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ২০০৮ জারি করা হয়। পরবর্তীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন ২০০৯ দ্বারা অধ্যাদেশটি লোপ করা হয়।
প্রতিষ্ঠাকালে রংপুর বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রুপায়ণে ৮টি অনুষদ ও ৪৮টি বিভাগ চালু করার কথা বলা হলেও বাস্তবে আজও তা ঘটেনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৬টি অনুষদ ও ২২টি বিভাগে অধ্যায়ন করছেন ৭০৫০ জন শিক্ষার্থী।
আরইউএস