শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি জীবনকে ‘ প্রতিহিংসার রাজনীতি ‘ হিসেবে আখ্যায়িত করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক। পাশাপাশি, ১৯৭২ সালের সংবিধানকেও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা খেলাফত মজলিস একটি গণসমাবেশ করে। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের প্রতি দোয়া ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ করা হয়। সেই সভায় শেখ হাসিনার রাজনৈতিক জীবনকে প্রতিহিংসার রাজনীতি হিসেবে উল্লেখ করেন মাওলানা মামুনুল হক।
এছাড়াও সংবিধান সম্পর্কে তিনি বলেন, ”১৯৭২ সালের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও বিশ্বাস ঘাতকতার সংবিধান। এ সংবিধানের মাধ্যমে বিগত পঞ্চাশ বছর যাবৎ দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে।”