দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার দুপুরে মাগুরা জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান তিনি। সেখানে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সে সময় পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন সাকিব।
শ্রদ্ধা নিবেদন শেষে সাকিব জানান, যেমন খেলার মাঠে সক্রিয় তেমনি রাজনীতিতেও সক্রিয় থাকবেন। রাজনীতি আর খেলার মাঠে সমান তালে তিনি কাজ করবেন। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে, কেন্দ্রে বেশিসংখ্যক ভোটার উপস্থিত করাকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।