দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শোবিজ তারকারা। মঙ্গলবার (৯ জানুয়ারি) গণভবনে সমবেত হয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছো জানিয়েছেন বাংলাদেশের অভিনয়শিল্পীরা।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন- শমী কায়সার, সাজু খাদেম, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, শামীমা তুষ্টি, তানভীন সুইটি, নিপুণ আক্তার, চিত্রনায়ক রিয়াজ, ঊর্মিলা শ্রাবন্তী কর মীর সাব্বির,চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা ফয়সাল আহসানউল্লাহ।
এছাড়া এবারের নির্বাচনে ভোটগ্রহণকে ঘিরেও তারকাঙ্গনে ছিলো বাড়তি উচ্ছ্বাস। বিনোদন অঙ্গন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নায়িকা মাহিয়া মাহি, গায়িকা ডলি সায়ন্তনী ও কমেডিয়ান কমর উদ্দিন আরমান, আসাদুজ্জামান নূর ও মমতাজ বেগম।