পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প হোগলাপাশা আবাসনে দিনব্যাপী ফ্রী চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ সময়ে অন্তত দুই শতাধিক শিশুকে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনে এ চিকিৎসা দেয়া হয়।
উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বিশেষ অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামান খান, চিকিৎসা সেবা দেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, মেডিকেল অফিসার ডা.জাহিদ হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুশীলনের ট্রেনিং ও
মনিটরিং অফিসার সজিব রহমান, উপজেলা ম্যানেজার জগন্নাথ রায়, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
ইউএনও রোকনুজ্জামান খান বলেন, আবাসনে সবচেয়ে হতদরিদ্র মানুষের বসবাস। তাদের ফ্রি চিকিৎসা দেয়া অবশ্যই ভালো কাজ। তবে একদিনের জন্য নয়, সব সময় যাতে এ সেবা অব্যহত থাকে আয়োজকদের প্রতি আহ্বান জানান।
মেডিকেল অফিসার জাহিদ হাসান বলেন, এখানে অধিকাংশ শিশু ঠান্ডা, পানিবাহিত এবং মৌসুম পরিবর্তন জনিত নানা রোগে আক্রান্ত। আমরা জটিল সমস্যা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেই।
মোঃ রবিউল আলম সুজা
পাথরঘাটা, বরগুনা