প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মাঠে থেকে কাজ করবে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ। চট্টগ্রামে ওলামা লীগকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা হবে। শনিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ চট্টগ্রাম মহানগর শাখার কার্যকারী কমিটির প্রথম সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক হাজী মুহাম্মাদ ইব্রাহীম বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ মাঠে ময়দানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ নেজাম উদ্দীন সুলতানী, অধ্যাপক মাও: এম এ মান্নান, সৈয়দ এহছানুল হক মোহাম্মদ আজহারউদ্দীন মুনিরী, এম এম আব্দুল্লাহ শিচতী, আলহাজ্ব মাও: মুহাম্মাদ ইউসুফ আলী, মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মুহাম্মাদ মঈনুল হক, মাওলানা মাস্টার মাহবুবুর রহমান প্রমুখ।
সভা শেষে চতুর্থবারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মিলাদ ও দোয়া করা হয়।