ভারতের প্রধান বিচারপতির বাসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাওয়াকে ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দিল্লিস্থ প্রধান বিচারপতির বাসায় গিয়ে গণেশ দেবতার উপাসনায় অংশ নেন মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ চন্দ্রচূড়ের বাসায় যাওয়ার একটি ছবিও শেয়ার করেন এই বিজেপি নেতা। পোস্টটিতে তিনি লেখেন, “দেবতা গণেশ আমাদের শান্তি, প্রগতি ও সুস্থতা দান করুন।” এরপর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও।
শিবসেনা (উদ্ধব) নেতা রৌত এ প্রসঙ্গে বলেন:
“দিল্লির মহারাষ্ট্র সদনে তো সরকারিভাবে গণেশের পূজার আয়োজন করা হয় সবসময়। তা ছাড়া, আরও অনেক স্থানও আছে। কিন্তু তিনি পূজা করতে সোজা প্রধান বিচারপতির বাসায় গেলেন। যখন সংবিধানের একজন জিম্মাদার (এভাবে) রাজনীতিবিদদের সঙ্গে মেশেন, তখন কেউই সন্দেহ না করে আর থাকতে পারে না।”
সম্প্রতি মহারাষ্ট্রে শিবসেনা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাজ্যটিতে সরকার গঠন করেছে বিজেপি। শিন্ডে গোত্রের ৩৯ জনকে দল থেকে বহিষ্কার করেন শিবসেনার দলপ্রধান উদ্ধব ঠাকরে। পরে লোকসভায় স্পিকার তা রদ করেন। পাশাপাশি, নির্বাচন কমিশনও ওই সদস্যদের ‘পূর্বতন শিবসেনা’ আখ্যা দেয়। চলতি বছরের জানুয়ারি থেকে প্রধান বিচারপতির এজলাসে বিষয়টি নিয়ে মামলা চলমান রয়েছে।
আরএস