বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধানের ৯৫ (১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (১০ আগস্ট) আইন ও বিচার বিভাগের উপসচিব মো. গোলাম সারওয়ার কতৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্যটি জানানো হয়েছে। এর আগে ২০১৮ সালে খালেদা জিয়ার নির্বাচনী বৈধতা চেয়ে হাইকোর্টে লড়াই করেন সৈয়দ রেফাত আহমেদ।
প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি আজ পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান বিচারপতি ব্যাতীত অন্য পাঁচ বিচারপতি হলেন এম ইনায়েতুর রহিম, মো.আবু জাফর সিদ্দিকী, মো.শাহিনুর ইসলাম, কাশেফা হোসেন ও জাহাঙ্গীর হোসেন।
বখতিয়ার/রুশু//