বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল সোবহানকে বিনা অপরাধে থানা হেফাজতে আটকের একুশ ঘন্টা পর ছেড়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার সময় তিনি মুক্তি পান। এর আগে গতকাল বুধবার বিকেল ৪টায় লক্ষ্মীপুর জর্জ কোর্টের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সময় তাকে আটক করা হয়।
সোবহানের বড় ভাই আবদুল রাজ্জাক বলেন, থানা থেকে গতকাল রাতে আমাদের বলেছিলো সকালে ছাড়বে। আজ সকালে আমরা আসি। পরে কাগজ পত্রের কাজ শেষ করে মুচলেকা দিয়ে ভাইকে মুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক সাপোর্ট দিয়েছে।
আইন বিভাগের চেয়ারম্যান ড.মাসুম বিল্লাহ বলেন, আইন বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয়ভাবে সোবহানের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছিল। এবং আইনিভাবেই তাকে আমরা কোন অভিযোগ ছাড়াই মুক্ত করে আনতে পেরেছি। শিক্ষার্থীদের যেকোন বিপদে ও সমস্যায় আইন বিভাগ পাশে আছে থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড জাহাঙ্গীর হোসেন বলেন, ওই শিক্ষার্থী আটকের খবর পাওয়ার সাথে সাথেই আমরা থানার ওসি ও এসপির সাথে যোগাযোগ করি। রাতেই আমকে জানানো হয় সকালে ছাড়বে প্রোসেসিং করে। আমরা নিশ্চিত হয়েছি সে মুক্ত হয়েছে। তার বাবা ভাই থানা থেকে বাড়িতে নিয়ে গেছে।