প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর বাগদানের খবর ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের আলোচনায় উঠে এল অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিয়ের গুঞ্জন। ঘটনার সূত্রপাত এক ভক্তের বিয়ের প্রস্তাবের মাধ্যমে, যার উত্তরে সামান্থা মজার ছলে সম্মতি জানান। এই প্রতিক্রিয়া সামান্থা ভক্তদের মধ্যে হৈচৈ ফেলে দিয়েছে।
নাগা চৈতন্য ও সামান্থার বিচ্ছেদ ঘটেছে প্রায় তিন বছর আগে। এর মধ্যে, সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা নাগা চৈতন্য নতুনভাবে জীবন সাজানোর প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি তিনি অভিনেত্রী সবিতা ধুলিপাড়ার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।
নাগা চৈতন্যর বাগদানের খবর ছড়িয়ে পড়ার একদিন পর, ৯ আগস্ট, সামান্থার এক ভক্ত ইন্টারনেটে একটি ভিডিওর মাধ্যমে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন। ভিডিওতে দেখা যায়, হায়দরাবাদের বাড়ির জিমে গিয়ে ভক্তটি সামান্থাকে বলেন, “তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য আছি। সারা পৃথিবী যদি তোমার বিপক্ষে যায়, আমি সেই পৃথিবীর বিপক্ষে যাব।”
যদিও ভিডিওটি সফটওয়্যারের কারসাজি, এটি দেখে বেশ বাস্তব মনে হয়। ভিডিওটি দেখে সামান্থা মজার ছলে মন্তব্য করেন, “আমি তো জিমটা দেখে মোটামুটি রাজি হয়েও গিয়েছিলাম।”
উল্লেখ্য, দীর্ঘ আট বছরের প্রেমের পর ২০১৭ সালে বিয়ে করেন নাগা চৈতন্য ও সামান্থা, কিন্তু ২০২১ সালে তারা বিচ্ছেদ ঘটান। এরপর নাগা চৈতন্যর নতুন বাগদান নিয়ে নানা গুঞ্জন চলছে, যা নেটিজেনদের মতে সামান্থার প্রতি প্রতিশোধ হিসেবে দেখা যেতে পারে, কারণ তিনি বিয়ের পর সামান্থার সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন।
এমএ//