গতকাল ২১ জানুয়ারি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রায় শতাধিক সনাতনী শিক্ষার্থীবৃন্দ প্রার্থনা কক্ষের আবেদন নিয়ে সরাসরি উপাচার্যের সাথে দেখা করে।
দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য পূজা অর্চনার নির্দিষ্ট ধর্মীয় স্থান থাকলে ও এই বিশ্ববিদ্যালয়ে এমনটি নেই। এতে শিক্ষার্থীরা সম্মিলিত ধর্মীয় উপাসনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।এর পূর্বে সনাতনী শিক্ষার্থীরা দরখাস্ত নিয়ে রেজিস্ট্রার কাবেরী মজুমদার বরাবর আবেদন করেছিল যেটি ছিল শিক্ষার্থী কল্যাণ পরিষদের পরিচালক কর্তৃক সুপারিশপ্রাপ্ত। এটি রেজিস্ট্রার কর্তৃক গৃহীত হয়েছিল। এরপর ব্যবস্থাপনার অগ্রগতি দেখতে না পেলে শিক্ষার্থীরা পূর্বের আবেদনের রিসিভ কপি নিয়ে সরাসরি উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের নিকট জমা দেয়। তিনি আবেদনে স্বাক্ষর প্রদান করেন এবং প্রার্থনা কক্ষ বাস্তবায়নে আশ্বাস দেন।
ক্যাম্পাসে প্রার্থনা কক্ষ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ভবিষ্যতে এই দাবি নিয়ে সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে জানায় বুটেক্সের সনাতনী শিক্ষার্থীবৃন্দ।
রাতুল সাহা
বাংলাদেশ টেক্সটেক্সটাইল বিশ্ববিদ্যালয়