শীতে ঠাণ্ডা থেকে রক্ষা পেতে মানুষজন বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকে । এক্ষেত্রে প্রচণ্ড শীতের সময় চাদর ব্যবহারের ব্যাপক প্রচলন রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াাসাল্লামও তার যুগে প্রয়োজনের সময় চাদর ব্যবহার করতেন। কেমন ছিল তার সেই চাদর, কীভাবে ব্যবহার করতেন তিনি। হাদিস ও ঐতিহাসিকদের বয়ানে তুলে ধরা হলো –
রাসুলুল্লাহ (সা.) যে চাদর পরিধান করে বিশেষ মেহমান ও আগন্তুকদের সামনে আসতেন, তার দৈর্ঘ্য ছিল চার হাত এবং প্রস্থ ছিল দুই হাত ও এক বিঘত।
এ ছাড়া রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন সময় শরীরে পেঁচিয়ে চাদর পরিধান করতেন। কখনো বাঁ কাঁধের ওপর চাদর রেখে ডান কাঁধ খোলা রেখে বগলের নিচে দিয়ে পেঁচিয়ে চাদর পরিধান করতেন। কখনো কখনো তিনি চাদর বা চাদরের প্রান্ত দিয়ে মাথা আবৃত করতেন বা চাদরকে মাথার ওপর রুমাল হিসেবে ব্যবহার করতেন।
রাসুল (সা.) অত্যন্ত কম দামের পাঁচ থেকে সাত দিরহামের চাদর পরিধান করেছেন। আবার অত্যন্ত দামি তিন হাজার দিরহামের চাদর ও পরিধান করেছেন। এ ক্ষেত্রে তাঁর সাধারণ রীতি ছিল, সাধারণভাবে সহজলভ্য ও বিলাসিতামুক্ত পোশাক পরিধান করা। কেউ দামি পোশাক হাদিয়া দিলে তা ফিরিয়ে না দিয়ে প্রয়োজনমতো তিনি ব্যবহার করতেন।
তিনি কালো, সবুজ, সাদা, লাল, হলুদ ও মিশ্রিত ডোরাকাটা রঙের চাদর পরিধান করতেন। সবুজ বা মিশ্র রং তিনি বিশেষভাবে পছন্দ করতেন এবং সাদা রঙের পোশাক পরতে উৎসাহ দিয়েছেন। ডোরাকাটা রঙের পোশাক তিনি পছন্দ করতেন বলেও বর্ণিত হয়েছে।