সবশেষ ২০১১ সালে ভারতের মাটিতে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। দীর্ঘ ১৩ বছর পর চলতি বছরের জুলাইয়ে আবারও ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসার কথা রয়েছে মেসিদের। কেরালার গণমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে, ভারতীয় সংবাদ মাধ্যম ‘স্পোর্টসকিডা’।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, কেরালা সরকারের আমন্ত্রণে জুলাইয়ে রাজ্যটিতে প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এ বিষয়ে আলোচনা এগিয়ে নিতে দুই পক্ষের মধ্যে সাক্ষাতের কথা চলছে।
ধারণা করা হচ্ছে, প্রীতি ম্যাচটিতে ভারতের বিপক্ষে খেলবে মেসিরা। যদিও এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।