দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০। নতুন আসরের নিলামের জন্য নিবন্ধন করিয়েছেন প্রায় ২০০ জন ক্রিকেটার। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার রয়েছে ১১৫ জন। বিদেশি ৮৫ ক্রিকেটারের তালিকায় রয়েছে দুই বাংলাদেশির নাম। এসএ২০ লিগের নিলামে নিজেদের নাম জমা দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও হাসান মাহমুদ।
আগামী বছর ৯ জানুয়ারি পর্দা উঠবে দক্ষিণ আফ্রিকার এই টুর্নামেন্টের তৃতীয় আসরের। প্রায় একই সময় হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে বিপিএলের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে নাই।
তবে সভাপতি ফারুক আহমেদ বলেন, চলতি বছর ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে পারে বিপিএল। আর ফাইনাল হতে পারে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি।
দুই দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট একই সময়ে হলেও সাইফউদ্দিন ও হাসান নাম লিখিয়েছেন এসএ২০তে। গত মৌসুমে ফরচুন বরিশালে খেলেন সাইফউদ্দিন। সেই টুর্নামেন্টে আলো ছড়িয়ে প্রায় দেড় বছর পর জায়গা পান জাতীয় দলে। আর পেসার হাসান মাহমুদ খেলেন রংপুর রাইডার্সে।
পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্টে বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা হাসানের ভিত্তি মূল্য ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৯ লাখ ৪৩ হাজার ৮৮০ টাকা আর সাইফউদ্দিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৬৫ হাজার ৮৪৭ টাকা।