সম্প্রতি একটি প্রসাধনী প্রতিষ্ঠানের অনুষ্ঠানে পূজা চেরি যোগ দিয়েছিলেন শুভেচ্ছাদূত হিসেবে। ফেসবুকে ছড়িয়ে পড়ে অনুষ্ঠানের কিছু ছবি। ছড়িয়ে পড়া সেসব ছবিতে একটু পরিণত বয়সের মনে হচ্ছে পূজা চেরীকে। তারপরেই শুরু হয় পূজা চেরীকে নিয়ে বিভিন্ন মন্তব্য।
নেটিজেনরা বলছেন, প্লাস্টিক সার্জারি করেছেন পূজা চেরী। এ ছাড়া তার ছবি নিয়েও ফেসবুকের নানা গ্রুপে বিশ্লেষণ করছেন নেটিজেনরা।
এ নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা। বলেন, ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি। আমি সার্জারি করিনি। কারণ, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি। পূজা আরও বলেন, দিন, মাস, বছর যাচ্ছে, আমার চেহারার পরিবর্তন আসছে।
ছোটবেলায় আমার মুখমণ্ডল ভরাট ছিল, এখন তো আর সেটা থাকবে না। বয়সের সাথে সাথে পরিবর্তন হবে। ১৬-১৭ বছর বয়সে বালিকা বালিকা যে ব্যাপারটা চেহারায় ছিল, এখন তো আর সেটি থাকার কথা নয়।