ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কারের বিষয়টি দলের ত্রাণ সংগ্রহ কমিটি অবহিত ছিল না। এর পরিপ্রেক্ষিত ত্রাণ তহবিলে তার জমা দেওয়া ১০ লাখ টাকা অজ্ঞাতবশত জমা নেওয়া হয়। দলের ত্রাণ সংগ্রহ কমিটি তার বহিষ্কারের বিষয়টি জানার পর জমা দেওয়া ১০ লাখ টাকা ফখরুদ্দিনকে ফেরত দেওয়া হয়েছে।
আরএ//