ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে ‘শিশু’ হিসেবে চিহ্নিত করে তার রিমান্ড বাতিলের আদেশ দিয়েছেন আদালত। এর আগে কোটা সংস্কার আন্দোলনকালে সংঘাত ও নাশকতার একটি মামলায় গ্রেপ্তার ফাইয়াজের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার সিএমএম আদালত।
তবে রবিবার (২৮ জুলাই) শুনানি শেষে ফাইয়াজকে ‘শিশু’ হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত।
গত ২৭ জুলাই ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে ঢাকার সিএমএম আদালতে উপস্থিত করে তার রিমান্ড চেয়ে আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা। সেদিন অভিযুক্তকে ‘শিশু’ হিসেবে দাবি করা হলেও তার পক্ষে প্রমাণ উপস্থাপন করতে না পারায় তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এরপর রবিবার অভিযুক্ত ফাইয়াজকে ‘শিশু’ হিসেবে দাবির সপক্ষে তার মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ও জন্ম সনদ দাখিল করায় সিএমএম আদালত তার রিমান্ড স্থগিত করে তার বয়স নির্ধারণে শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে প্রেরণ করেন।