ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স—এমনটাই জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই, কূটনৈতিক সূত্রের বরাতে।
চলতি মাসেই নিউইয়র্কে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। পূর্বে ফ্রান্স জানিয়েছিল, ওই সম্মেলনে তারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে এবং এ নিয়ে যুক্তরাজ্যসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে আলোচনাও করছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ফ্রান্সের জন্য একটি “নৈতিক দায়িত্ব ও রাজনৈতিক প্রয়োজন”। তবে তিনি এটাও শর্তসাপেক্ষ করে দেন—যদি সৌদি আরব ইসরাইলকে স্বীকৃতি দেয়, তাহলেই ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
কিন্তু ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, ফরাসি কূটনীতিকরা ইসরায়েলকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা আসন্ন সম্মেলনে সরাসরি ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। পরিবর্তে তারা একটি ‘প্রক্রিয়া’ শুরু করবে, যাতে থাকবে হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি, গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি প্রশাসনের কাঠামোতে পরিবর্তন আনার প্রস্তাব।
বর্তমানে বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও, ইউরোপের বেশিরভাগ দেশ এখনো দ্বিধায় রয়েছে। তাদের বক্তব্য, এমন কোনো সিদ্ধান্ত নিতে হলে ইসরাইলের মতামত এবং আরব দেশগুলোর সঙ্গে কৌশলগত সমঝোতা প্রয়োজন।