বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিবছর সেরা কাজের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সম্প্রতি গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হয় ৬৯তম ফিল্মফেয়ার পুরস্কারের আসর। এবার তিন-তিনটি বিভাগে সেরার পুরষ্কার জিতে নিয়েছে ‘স্যাম বাহাদুর’।
বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি রণবীর ও আলিয়া এবার দুজনেই পেলেন সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার।
তবে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি। সিনেমাটি ঘিরে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। সিনেমাটির জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন জাসকুনওয়ার সিং কোহলি, বিধু বিনোদ চোপড়া ও বিক্রান্ত ম্যাসি।
সেরা অ্যাকশন ও ভিজ্যুয়ালের জন্য পুরস্কার জিতে নিয়েছে শাহরুখ খানের ‘জাওয়ান।’
এ আয়োজন রণবীর কাপুর, কারিনা কাপুর, জাহ্নবী কাপুর, সারা আলি খান ও কার্তিক আরিয়ানদের পারফরম্যান্সে হয়ে ওঠে জমজমাট।