আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার (২৯ নভেম্বর) সকালে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরায় যান সাকিব। এসময় কয়েক শ’ মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্যাক্সি বহর সাকিবের গাড়িকে অনুসরণ করে মাগুরা শহরে প্রবেশ করে।
নিজ জেলার প্রবেশ মুখ মাগুরা-ফরিদপুর সড়কের গড়াই সেতুতে পৌঁছা মাত্র ফুল ও পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয় সাকিব আল হাসানকে। এ সময় শত-শত মানুষ হাততালি ও বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে সংবর্ধনাস্থল মুখরিত করে তোলে।
সাকিবের সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে মাগুরায় যান জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার এবং নাজমুল হোসেন অপু। জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও গাড়িবহরে ছিলেন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী।
এসময় সাকিব মাগুরাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করে তোলারও প্রতিশ্র”তি দেন তিনি।