দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নগদ টাকা বিতরণের অভিযোগ উঠেছে। ফেনী-২ আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান এমপি নিজাম উদ্দিন হাজারীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেছেন সদর উপজেলার শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম। গতকাল দুপুরে শর্শদি স্কুল কেন্দ্রে টাকা বিতরণের ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় সোরগোল পড়ে গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান জানে আলম।
এ বিষয়ে শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঞা বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এলাকার চেয়ারম্যান হিসেবে আমার প্রতি সাধারণ মানুষের সবসময় একটি আবদার থাকে। সেই সুবাদে আজও নির্বাচনী সভা শেষে সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করেছি। এটির সাথে নির্বাচন বা আওয়ামী লীগের প্রার্থীর কোনো বিষয় জড়িত নয়।