প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকাই সিনেমার অভিনেতা ফেরদৌস আহমেদ। ওপার বাংলাতেও জনপ্রিয় বাংলাদেশি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। রুপালি পর্দায় একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করায় টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে ঢালিউড চিত্রনায়ক ফেরদৌস আহমেদের। এবার সেই বন্ধুত্বের কারণেই ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় ঢাকায় আসছেন টালিউড এই অভিনেত্রী। ঋতুপর্ণার পাশাপাশি একাধিক টালিউড তারকাও রাজনৈতিক নেতা ফেরদৌসের প্রচারণায় ঢাকায় আসতে পারেন।
ফেরদৌস বলেন, ‘টলিউডে আমার অনেক বন্ধু রয়েছে। ঋতুপর্ণা আমার খুব ভালো বন্ধু। ও তো বলেছে প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবে।
প্রসঙ্গত, ২০০১ সালে ‘ওস্তাদ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও ফেরদৌস। এরপর এই দুই তারকার বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে আরও মজবুত হয়েছে। ঢাকায় আসলেই ফেরদৌসের কথা স্মরণ করেন ঋতুপর্ণা।