সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মুখোশ ও হেলমেট পরে ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ করেছে কয়েকজন নেতাকর্মী।
এই কর্মসূচি ১ ফেব্রুয়ারি, শনিবার সকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ পরিবারের ব্যানারে সুলতানপুর বড় বাজার সড়কে অনুষ্ঠিত হয়।
এই বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ওয়াহিদ পারভেজ, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বিবিসি, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মারুফসহ অন্যান্য নেতাকর্মীরা ছিলেন।
এদিকে, পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। দুপুরের দিকে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিক্ষোভের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়, যা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি, তবে স্থানীয় প্রশাসন এ বিষয়ে তদন্ত শুরু করেছে।