মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছিলেন আরবাজ। জর্জিয়াকে নিয়ে দেশ-বিদেশে ঘুরেও বেড়িয়েছেন তিনি। শোনা গিয়েছিল, তাঁদের বিয়ের কথাও। তবে ফের প্রেমে আঘাত পেলেন আরবাজ খান। আরবাজ খানকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জর্জিয়া!
এক সাক্ষাৎকারে জর্জিয়া জানিয়েছেন, ”আমরা ভালো বন্ধু। এই বন্ধুত্ব সারাজীবন থাকবেন। একটা সময়ে আমরা বন্ধুর চেয়ে বেশি ছিলাম। আমরা সবসময়ই খুব ঘনিষ্ঠ ছিলাম একে-অপরের, অনেক মজার মুহূর্ত কাটিয়েছি একসঙ্গে। আমার মনে হয় শুরু থেকেই আমরা দুজনেই জানতাম যে, এটা চিরকাল স্থায়ী হবে না। কারণ আমরা খুব আলাদা, আমরা দুজনেই তা বুঝতাম। কিন্তু আমাদের দুজনেরই তা স্বীকার করার সাহস ছিল না।’তবে বুঝতে পেরেছিলাম এই সম্পর্কের কোনও ভবিষ্যত নেই। তাই আলাদা হওয়াটাই ভালো। সেই কারণেই মিউচুয়াল ব্রেকআপ করার সিদ্ধান্ত নিই।”