বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত তিন দিনব্যাপী ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫-এ অংশ নিয়ে দারুণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)। দেশের শীর্ষস্থানীয় ১৬টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে নাটকে চ্যাম্পিয়নসহ মোট চারটি পুরস্কার অর্জন করেছে বিএমইউ।
মঞ্চনাটকে অসাধারণ অভিনয় দক্ষতা প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয় বিএমইউ নাট্যদল। এছাড়াও, নজরুলসংগীতে প্রথম রানার আপ, রবীন্দ্রসংগীত এবং আবৃত্তি বিভাগে সেকেন্ড রানার আপ হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে বিএমইউ কালচারাল ক্লাব।
গত ৮ জুলাই বিইউপির স্বাধীনতা ও বিজয় অডিটোরিয়ামে শুরু হওয়া এই ফেস্টিভ্যালে বিশ্ববিদ্যালয়গুলো পল্লীগীতি, লোকসংগীত, মঞ্চনাটক, আবৃত্তি ও চিত্রকলা প্রদর্শনের মাধ্যমে তাদের সৃজনশীলতা তুলে ধরে। তিনদিনব্যাপী এ উৎসবে পুরো বিইউপি ক্যাম্পাস পরিণত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক মেলায়।
আজ পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিইউপির আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহেদুল ইসলাম।
পুরস্কার অর্জনের পর বিএমইউ-এর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএমইউ কালচারাল ক্লাবের মেন্টর কমডোর মো. আতিকুর রহমান এবং ক্লাবের কো-অর্ডিনেটরবৃন্দ।
উপাচার্য বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরণের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ অব্যাহত রাখার জন্য অনুপ্রেরণা প্রদান করেন।