সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিটের সাধারণ সম্পাদক মো. তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান স্বাক্ষরিত এক লিখিত আদেশে এ বহিষ্কার আদেশ জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, তানভীর কায়সার বারবার সতর্ক করা সত্ত্বেও দলের নীতি, আদর্শ ও মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ফলে তাকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হয়।
রফিকুর রহমান আরও জানান, ১২ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তানভীর কায়সারের ফোনালাপের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে দলের সভাপতিকে হেয় করা হয়েছে। এমন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে তার দলে থাকার অধিকার নেই। তাই ১৬ সেপ্টেম্বর নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনার ফোনালাপ ফাঁসের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হচ্ছে, এবং কেউ কেউ বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেছেন। তবে এসব কল রেকর্ড কীভাবে ফাঁস হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।