অমর একুশের বইমেলার উদ্বোধন হবে ১লা ফেব্রুয়ারি। এবারের বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বইমেলার কার্যক্রম পরিদর্শন শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানান।
তিনি আরোও বলেন, বইমেলার একটি নীতিমালা আছে। সমস্ত অংশগ্রহণকারীদের নিয়ম মেনে চলতে হবে। একটি মনিটরিং কমিটিও গঠন করা হয়েছে। নীতিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এবারের অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৪৭২টি প্রতিষ্ঠান ও ৭১০টি ইউনিট এবং বাংলা একাডেমিতে ১০৩টি প্রতিষ্ঠান ও ১৪৭টি ইউনিট অংশগ্রহণ করেছে। তা ছাড়া এ বছর মোট ৩৭টি প্যাভিলিয়ন বরাদ্দ করা হয়েছে।