বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মহারাষ্ট্রের যুবমলে নির্বাচনী প্রচারণায় বক্তৃতা দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়কড়ি। জ্ঞান হারানোর সঙ্গে সঙ্গে দলের সদস্যরা তাকে ধরে ফেলেন এবং প্রাথমিক চিকিৎসা দেন।
নিতিন গড়কড়ি ক্ষমতাসীন দল বিজেপির হয়ে নাগপুর থেকে নির্বাচন করেছেন। বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্দের নেতৃত্বাধীন শিভ সেনার নেতা রাজশ্রী পাতিলের হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন গড়কড়ি। সেখানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তৃতা দেয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি।
পরবর্তীতে নিতিন নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন গড়কড়ি। এতে লেখেন, গরমের কারণে অস্বস্তি বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এখন পুরোপুরি সুস্থ আছেন।