গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে বছরের অন্যতম প্রত্যাশিত,রণবীর অভিনীত চলচ্চিত্র অ্যানিমেল। মুক্তির পর থেকেই সুনামির বেগে ঝড় তুলছে চলচ্চিত্রটি। এমন ভয়ংকর রূপ নিয়ে পর্দায় যেভাবে দাপিয়ে বেরিয়েছেন অভিনেতা, তা এখনও ভুলতে পারছে না দর্শক। চলতি বছরের বলিউডের সর্বোচ্চ আয়কারী ছবিগুলোর সঙ্গে রীতিমতো টক্কর দিয়েছে এই ছবি। অ্যানিমেল এর আয় প্রত্যাশা ছাপিয়ে গেছে রণবীর ভক্তদের। সিনেমাটি মুক্তির আগেই ধারণা করা হচ্ছিল, এটি রণবীরের ক্যারিয়ারসেরা সিনেমা হতে যাচ্ছে। যার প্রতিফলন প্রথম দিনেই দেখা গেল বক্স অফিসে। মুক্তির প্রথম দিনই ভারতীয় বক্স অফিসে আয় করে নিয়েছে ৬৩ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় করেছে ১১৬ কোটি রুপি।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল সিনেমাটি মুক্তির প্রথম দিন হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছে। কোনো বিশেষ ছুটির বাইরে মুক্তি পাওয়া চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের নজির গড়েছে অ্যানিমেল।
‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।