বগুড়া আদর্শ আহছানিয়া মিশনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আজ রবিবার দুপুর ০১ ঘটিকায় এই কার্যযক্রম শুরু করে মিশন কর্তৃপক্ষ।
প্রতি বছরের মতো এই বছরেও অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে । প্রায় ষাট হাজার টাকা খরচে চারশত ব্যক্তিকে মিশনের পক্ষ থেকে ইফতার ও ঈদের উপহার সামগ্রী (সেমাই, চিনি, কিশমিশ, বাদাম, নতুন শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়। সরেজমিনে ঘুরে দেখা গেছে বেশির ভাগ দারিদ্র সীমার নিচে বসবাস করা অসহায় মানুষ, দিন মজুর, বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধীরা এই ঈদ সামগ্রী গ্রহণ করেছে। এসময় উপস্থিত ছিলেন ছিলেন মিশনের সভাপতি আলহাজ্ব মো. শাহিদুর রহমান, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম ও মিশনে অন্যান্য সদস্যবৃন্দ।
৪০ সদস্য বিশিষ্ট এই প্রতিষ্ঠানটি ২০০০ সাল থেকে রহিমাবাদ শালুকগাড়ী ( সি-ব্লক) পাড়ায় কেন্দ্রীয় লালমনিরহাট আদর্শ আহ্ছানিয়া মিশন এর শাখা মিশন হিসেবে তাঁদের কার্যক্রম পরিচালনা করে আসছে। আদর্শ আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফজলুল করিম (মা:আ:) এর নেতৃত্বে সারা বাংলাদেশে প্রায় ২৫ টির বেশি শাখা মিশন কাজ করছে।
বিভিন্ন মৌসুমে চাহিদা অনুযায়ী মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেন তারা। শীত কালে কম্বল বিতরণ, বর্ষাকালে বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, ফ্রি-মেডিকেল ক্যাম্প, প্রতিমাসে ১১ টি পরিবারের মাঝে রেশনিং পদ্ধতিতে চাল প্রদানসহ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বগুড়ার এই আদর্শ আহছানিয়া মিশন ।