একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দুটি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদে যাওয়ার লড়াই করে পরাস্ত হয়েছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবেই ভোটের মাঠে থাকতে চান তিনি।
বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের ছয় দলের অন্যতম বিজেডি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জনদলের (বিজেডি) প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
বুধবার দুপুরে ইসলামিক জোটের একক প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসন থেকে হিরো আলমের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর ব্যক্তিগত সহকারী সুজন রহমান (শুভ)।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয় থেকে পাঠানো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র গ্রহণকারীর সম্ভাব্য প্রার্থীর তালিকা থেকে এ তথ্য জানা গেছে।