জবি প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির অর্থ ও হিসাব পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক সৈয়দ আহম্মদ। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিষয়টি জানা গেছে।
এর আগে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার মো. আমজাদ হোসেন সাক্ষরিত নিয়োগপত্রে সৈয়দ আহম্মদকে নিয়োগ দেয়া হয়।
নিয়োগপত্র অনুযায়ী তাকে পনেরো দিনের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। তিনি নিয়োগপত্র উল্লিখিত শর্তাবলি অনুযায়ী সুযোগ সুবিধা ভোগ করবেন।
নবনিযুক্ত অর্থ পরিচালক সৈয়দ আহম্মদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির অর্থ বিভাগকে একটি আধুনিক স্মার্ট অর্থ বিভাগে রুপান্তরের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান।
প্রসঙ্গত, তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরে সৈয়দ আহম্মদ ৩০ বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা এই প্রথম কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক পদে নিয়োগ পেলেন।
মো. জুনায়েত শেখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি