মোঃ রবিউল আলম সুজা
বরগুনা (পাথরঘাটা) প্রতিনিধি
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের মোহনায় বরগুনার পাথরঘাটা উপজেলার ছালাম মিয়ার মালিকানাধীন এফবি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলার দমকা হাওয়ায় উল্টে যায়। এ সময় পার্শ্ববর্তী অন্যান্য ট্রলারের জেলেরা তাঁদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। এ ছাড়া পাথরঘাটা উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ ২৫০ জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না।
সুন্দরবন এলাকার বিভিন্ন খালে শতাধিক ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে। কিন্তু এখনো ২০ ট্রলারসহ অন্তত ২৫০ জেলে নিরাপদে আসেনি। আমরা তাদের নিয়ে চিন্তিত। নিখোঁজ ট্রলারের খোঁজ নেওয়া হচ্ছে।
কোস্ট গার্ড দক্ষিণ স্টেশনসূত্রে জানা যায়, নিখোঁজ ট্রলার ও জেলেদের খোঁজ নিতে তৎপর আছেন কোস্টগার্ড সদস্যরা । অন্যান্য স্টেশনকে জানানো হয়েছে নিখোঁজ জেলেদের ব্যাপারে।
এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, মিধিলি মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
পাথরঘাটা, বরগুনা।
১৭.১১.২০২৩