৫ম আন্তঃবিভাগ বাংলা সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার ঘোষণা হিসেবে
বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) কর্তৃক গত ১৭ জানুয়ারি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
উক্ত প্রেস ব্রিফিংয়ে সঞ্চালনা করেন বিইউডিএস এর সাধারণ সম্পাদক আবু সাদাত। প্রেস ব্রিফিংয়ের শুরুতেই তিনি উপস্থিত সাংবাদিক সহ ক্লাবটির কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত প্রেস ব্রিফিংয়ের প্রধান প্রধান অথতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউডিএস এর এর বর্তমান ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির সভাপতি মাসুম ব্যাপারী।
ব্রিফিংয়ের শুরুতেই তিনি বছর ব্যাপি অনুষ্ঠিত কার্যক্রম গুলোর ধারাবাহিক বর্ণনা দেন।
তিনি নবাগত ব্যাচের জন্য অনুষ্ঠিতব্য ‘আগামীর কণ্ঠযোদ্ধা ৬ ও ৬.২’ এর ডিবেটর হান্টার প্রোগাম বারোয়ারী বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার কথা উল্লেখ করেন।
এছাড়াও অনুষ্ঠিতব্য আরও প্রতিযোগিতা গুলোর মধ্যে মেন্টরিং, মিক্সিং আপ, আন্তঃবিভাগ বৃটিশ পার্লামেন্ট, রম্য ,হিম বিতর্কের নাম বিশেষ ভাবে উল্লেখ করেন। এরপর তিনি প্রেস বিজ্ঞপ্তির মূল বক্তব্যটি উপস্থাপন করার জন্য বিইউডিএস এর সভাপতি মাসুম ব্যাপারীকে আহবান জানান। অতঃপর তিনি প্রেস ব্রিফিং এর ঘোষনা সহ বাকি অংশ পরিচালনা করেন। সর্ব শেষ ধন্যবাদ জ্ঞাপন করে প্রেস ব্রিফিং সমাপ্তি ঘোষণা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটি এর যুগ্ম-সাধারণ সম্পাদক বাপ্পি সিকদার, অফিস সম্পাদক ফাতিন রেজা , কার্যনির্বাহী কমিটির সদস্য মেহেদি হাসান, রাকিব আহমেদ, শাকিল আহমে সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিতার্কিক বৃন্দ।
সকলের জ্ঞাতার্থে প্রেস বিজ্ঞপ্তিটি নিচে সংযুক্ত করা হলোঃ
প্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, আগামী ২৬ ও ২৭ শে জানুয়ারি, ২০২৪ ইং রোজ শুক্র ও শনিবার বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বিইউডিএস আন্তঃবিভাগ বাংলা সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’- শিরোনামে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদভুক্ত (বিজ্ঞান ও প্রকৌশল, জীববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক এবং আইন) সর্বমোট ২৫ টি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দলপ্রতি ৩ সদস্যবিশিষ্ট সর্বোচ্চ ২টি দল উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছে। আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক ও চূড়ান্ত পর্ব আগামী ২৬ ও ২৭শে জানুয়ারি, ২০২৪ ইং, বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান পরবর্তীতে বিইউডিএস কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত সময়ের আলোকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক, বিইউডিএসের সম্মানিত চিফ মডারেটর ও মডারেটরবৃন্দ সহ আমন্ত্রণিত দেশবরেণ্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাধিক অনুষদভুক্ত বিভাগসমূহের প্রতিনিধিত্বস্বরূপ মনোনিত বিতার্কিক, আমন্ত্রিত এডজুডিকেটর ও ভলেন্টিয়ারগণ উক্ত ইভেন্টে অংশগ্রহণ করবেন। বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর আয়োজনে অনুষ্ঠিতব্য ‘বিইউডিএস আন্তঃবিভাগ বাংলা সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’- এ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আঞ্চলিক, বিভাগীয়, জাতীয় ও ক্যাম্পাস প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যুরো প্রধানগণ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সক্রিয় প্রচার মাধ্যমসমূহের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাচ্ছি। এই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদভুক্ত বিভাগসমূহ এবং ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি। পরিশেষে, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এসময় উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে দল প্রেরনের বিষয়ে নিম্নক্তো প্রশ্ন করা হয়, ‘যেহেতু ২৫ টি বিভাগ অংশ গ্রহণ করছে, এখানে যারা ঐ সকল ডিপার্টমেন্ট থেকে আপনাদের কার্যনির্বাহী কমিটির অন্তর্গত আছেন তারাও এই প্রতিগোগিতায় অংশগ্রহণ করতে পারবেন কিনা ?
আর এখানে বিচারক হিসেবে বাহির থেকে কেউ থাকছেন কি না?
প্রশ্নোত্তরে মাসুম মাহমুদ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীই অংগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে যাদের স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন হয়েছে তারা বাদে। এছাড়া আরও যুক্ত করেন, এখানে স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করার জন্য যারা বিচারক থাকবেন তারা হচ্ছেন বিইউডিএস এর সাবেক বিতার্কিকগণ, পাশাপাশি বরিশাল অঞ্চলে যারা ভালো বিতার্কিক হিসেবে পরিচিত তারাও থাকবেন। অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিচারক হিসেবে বরিশালের বাইরে বলতে বিশ্ববিদ্যালয়ের বাহিরের যারা আছেন তারাও বিচারক হিসেবে থাকবেন।
মেহেদি হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয়