নতুন বছরটা একটু ভিন্ন ভাবে শুরু করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরের ওমরাহ পালনের উদ্দেশে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই চিত্রনায়ক।
জানা গেছে, ওমরাহ থেকে ফিরেই ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন শাকিব। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। ইতোমধ্যে ছবির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।
২০২৩ সালে ‘প্রিয়তমা’র দারুণ ব্যবসার পর নতুন বছরে একাধিক ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন শাকিব খান। এর মধ্যে রয়েছে ‘দরদ’, ‘রাজকুমার’ ও ‘তুফান’।