আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার বাস্তব জীবনের ওপর নির্মিত সিনেমা ‘টুয়েলভথ ফেল’। সাবলীল গল্পের সিনেমাটি গত ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরে ২৯ ডিসেম্বর মুক্তি পায় ডিজনি প্লাস হটস্টারে।
মূলত ডিজনি প্লাস হটস্টারে মুক্তির পরই ভারতের বাইরের দর্শকের নজরে এসেছে ছবিটি। সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা, ভারত ছাপিয়ে বাংলাদেশেও সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
এই সিনেমায় শাহরুখ খান, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোনের মতো বড় তারকা নেই। বাজেটও ২০০ কোটি নয়,মাত্র ১০–১২ কোটি রুপি। এর পরেও বড় আয়োজন ও তারকাবহুল ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’র ডামাডোলের মধ্যে আলোড়ন তুলেছে ‘টুয়েলভথ ফেল’। সিনেমাটি ইতিমধ্যে ৬০ কোটির বেশি রুপি ব্যবসাও করেছে।
গল্পটা ভারতের দর্শকের চিরচেনা। ভারতের নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা আইপিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখেন। কৃষক, অটোচালক কিংবা দিনমজুরের সন্তানেরা জীবনের পরিবর্তনের জন্য দিনের পর দিন সংগ্রাম করে যান। সিনেমার গল্পে দেখা গেছে, ভারতের চম্বল এলাকার এক নিম্নবিত্ত পরিবারের তরুণ মনোজ কঠিন জীবনসংগ্রাম চালিয়ে আইপিএস কর্মকর্তা হয়েছেন। ভারতের কোটি কোটি তরুণের জীবনের প্রতিনিধি হয়ে পর্দায় এসেছেন মনোজ, ফলে দর্শকেরা খুব সহজেই গল্পের মধ্যে ডুবে গেছেন।