ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান সম্প্রতি নিজের চুল বটি দিয়ে কাটার অভিজ্ঞতা শেয়ার করেছেন। ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। চল্লিশোর্ধ্ব হলেও তার রূপ ও লাবণ্য এখনও মুগ্ধ করে অনুরাগীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রায়ই বিভিন্ন ধরনের পোশাকে তাদের সামনে আসেন, কখনও শাড়িতে, কখনও খোলামেলা পোশাকে।
সম্প্রতি রুনা জানান, তিনি নিজের চুল বটি দিয়ে কাটেন। এ বিষয়ে তিনি জানান, ইডেন কলেজে পড়ার সময় একটি ঘটনা ঘটেছিল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করে তিনি দেখালেন, কীভাবে তিনি নিজের চুল কাটেন। ছবিতে এক হাতে কাটা চুল ধরে রয়েছেন তিনি।
মাস দুই ধরে সামাজিক মাধ্যমে নির্বাক থাকার পর বৃহস্পতিবার রুনা হঠাৎ সক্রিয় হয়ে ওঠেন। সেখানে একটি শিশুকে কোলে নিয়ে ছবি তুলতে দেখা যায় তাকে। পরদিন তিনি নতুন লুকে হাজির হন, যেখানে তার বয়সের ছাপ। তিনি জানান, তিনি নিজেই চুল কাটেন, তাও আবার বটি দিয়ে! শিক্ষাজীবনের হল জীবনের স্মৃতি ফিরিয়ে আনতে আবারও সেই পুরনো অভ্যাস বজায় রেখেছেন।
ফেসবুকে রুনা লেখেন, “নিজের চুল নিজের হাতে কাটার অভ্যাস আমার পুরোনো। ইডেনে হলে থাকার সময় একবার কাঁচি না পেয়ে বটি দিয়ে মাথার চুল কেটেছিলাম। অনেক নাটকের শুটিংও বটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে।”
তিনি মনে করেন, আমাদের দেশে নারীরা তাদের ইচ্ছামতো কাজ করতে পারেন না। পোস্টে তিনি উল্লেখ করেন, “এই বঙ্গদেশে বেশিরভাগ নারীরা যা ইচ্ছা, তা করতে পারে না—আমি নিজেও পারি না। তবে আমার চুল আমি কাটব, যখন ইচ্ছা হবে। বটি দিয়ে কাটব বা কাঁচি দিয়ে, এটাই আমার স্বাধীনতার অনুভূতি।”
রুনার এই বক্তব্যের মূল ভাবনা হল, কাঁচি বা বটি—যেকোনো উপায়ে চুল কাটতে পারা এবং নিজের ইচ্ছা পূরণের আনন্দই তাকে বাঁচিয়ে রাখে। তবে অভিনেত্রী এও উল্লেখ করেন যে, তার নতুন হেয়ারস্টাইল আসলে কাঁচি দিয়েই কাটা।