শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সেই আত্মবিশ্বাস ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা। আজ (৫ মে) কলম্বোয় অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ম্যাচে স্বাগতিকদের কাছে ২৭ রানে হেরে গেছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন দল।
১৯৭ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ১৭ রানে হারিয়ে ফেলে টপ অর্ডারের তিন ব্যাটারকে। আগের ম্যাচে সেঞ্চুরি করা জাওয়াদ আবরার করেন মাত্র ৭ রান, ওপেনার কলিম সিদ্দিকি ১ রান আর অধিনায়ক আজিজুল ফেরেন ৪ রানে।
চতুর্থ উইকেটে রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। এই জুটিতে আসে ৩৪ রান। রিজান করেন ২৫ রান, এরপর আব্দুল্লাহ ৩২ রানের জুটি গড়েন দেবাশিষ দেবের সঙ্গে। দেবা ২৪ রানে ফিরলে আবারও চাপে পড়ে দলটি।
একপর্যায়ে ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। এরপর ফরিদ হাসান ও সাইমুন বশির দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। সাইমুন মাত্র ২৬ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। এই জুটিতে আসে ৫১ রান। তবে সাইমুনের বিদায়ের পর আবার ধস নামে।
এক পর্যায়ে দ্রুত ৪ উইকেট হারিয়ে ১৬৯ রানে থামে বাংলাদেশ ইনিংস। ফরিদ হাসান অপরাজিত থাকলেও সাদ ইসলামের রানআউট তাদের জয়ের আশা শেষ করে দেয়।
এর আগে শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করলেও মাঝপথে নিয়মিত উইকেট হারায়। ওপেনিংয়ে ৩৫ রান তোলার পর ১১৩ রানের মধ্যে তারা ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। এরপর অধিনায়ক ভিমাথ দিনসারা ও হিলমির জুটিতে কিছুটা স্থিতি আসে। দিনসারা করেন ৪২ রান, হিলমি খেলেন দলের পক্ষে সবচেয়ে কার্যকর ইনিংস—৫৯ বলে ৫১ রান।
শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ১৯৬ রানে অলআউট হলেও হিলমির ইনিংসটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। সিরিজে এখনও এক ম্যাচ বাকি থাকলেও এই হারে বাংলাদেশ যুব দলের সিরিজ জয়ের আশা ফিকে হয়ে গেল।