বাংলাদেশে বড় ধরনের রিজার্ভ সংকট হলে অগ্রাধিকারভিত্তিতে চীন পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা আছে। এর প্রভাব পড়ছে বিভিন্ন দেশে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বিজার্ভ ব্যবস্থাপনা নিয়ে কোনো সংকট তৈরি হলে, চীন সেখান থেকে উত্তরণে সহযোগিতা করবে। এক্ষেত্রে ঢাকাকে অগ্রাধিকার প্রদান করবে চীন।
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ইয়াও ওয়েন বলেন, মিয়ানমারের পরিস্থিতি জটিল। রাখাইনে চলমান সহিংসতার অবসান চায় চীন। রাখাইনে চলমান সহিংসতায় অস্ত্র বিরতির জন্য বেইজিং কাজ করছে।মিয়ানমারের রাখাইনে অস্ত্র বিরতি হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা হবে।