সম্প্রতি বন্যার্তদের সাহায্যার্থে পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী জয়া আহসান। গতকাল শুক্রবার ফের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আরেকটি পোস্ট দেন জয়া আহসান।
ফেসবুকে কয়েকটি ‘বিশ্বাসযোগ্য সংস্থা’র লোগো দিয়ে ক্যাপশনে জয়া লেখেন- ‘কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। আমাদের ডোনেশন যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টের থ্রেডে কিছু সংস্থার লিংক শেয়ার করা হলো যারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দিনরাত কাজ করছে। ’
তিনি আরোও লিখেছেন, ‘এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়। ঢাকা থেকে যে কোন সাহায্যের জন্য আমি প্রস্তুত ,আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেকগুলো জান বেঁচে যাবে।’
এমএ//