পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের আরদ্ধ-২৪ ব্যাচের শিক্ষার্থীরা তাদের কৃষিতত্ত্ব বিভাগের সম্মিলিত ট্যুরের টাকা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেছে।
কুমিল্লা, ফেনি এবং নোয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহায়তা প্রদান করেছে।
সম্প্রীতি কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যে ফেনীর অধিকাংশ উপজেলাই প্লাবিত হয়েছে এবং যার ফলে শতাধিক গ্রাম , লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছে। নোয়াখালীর নয়টি উপজেলার মধ্যে আটটিতেই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৮টি ইউনিয়নের সবকটিই বন্যায় প্লাবিত।
এমতাবস্থায় পবিপ্রবি কৃষি অনুষদের আরদ্ধ-২৪ ব্যাচের শিক্ষার্থীরা বন্যার্তদের সাহায্যের জন্য তাদের কৃষিতত্ত্ব বিভাগের সম্মিলিত ট্যুরের টাকা শিক্ষকদের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করার জন্য এগিয়ে এসেছে।
আরদ্ধ-২৪ ব্যাচের এক শিক্ষার্থী বলেন, আমাদের কৃষিতত্ত্ব বিভাগের সম্মিলিত ট্যুরের কিছু টাকা অবশিষ্ট ছিল। উক্ত টাকা আমরা কৃষি অনুষদের আরদ্ধ-২৪ ব্যাচ এবং কৃষিতত্ত্ব বিভাগের ট্যুর ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহায়তায় মানবিক দৃষ্টিকোণ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহায়তা প্রদান করি।
উল্লেখ্য, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাড়াতে পবিপ্রবি থেকে কুমিল্লা, ফেনি এবং নোয়াখালীর উদ্দেশ্য ইতোমধ্যে শিক্ষার্থীদের একটি টিম রওনা দিয়েছে।