ভারতের বিভিন্ন বাধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যায় দেশের নোয়াখালী, ফেনী ও কুমিল্লাসহ বিভিন্ন জেলায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাদের পাশে দাড়াতে একদিনের বেতন উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরণ করবে রাবি শিক্ষকরা।
শনিবার (২৪ আগস্ট) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জরুরি সভায় এই বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. এ.টি.এম কামরুল হাসান।
তিনি বলেন,শিক্ষক সমিতির জরুরি সভায় আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করি।প্রথমটি,বন্যার্তদের সহযোগিতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দের একদিনের বেতন উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রেরন করা হবে এবং এটি খুব দ্রুতই প্রেরণ করা হবে।পাশাপাশি এই বন্যা পরিস্থিতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
সভায় সমিতি প্রায় ২০০ শিক্ষক উপস্থিত ছিলেন।
উল্লেখ, প্রথমে সভা ডাকা হয়েছিল ২৭ই আগস্ট কিন্তু সমালোচনার মুখে পড়ে তারা সভার তারিখ পরিবর্তন করেন।
দীন/এমএ//