ভারতের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে দেশের পূর্বাঞ্চলে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং মৌলভীবাজারসহ বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হয়েছে।
বন্যার পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং লাখো মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকে বন্যাকবলিত মানুষজন উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন। এই সংকটময় মুহূর্তে দেশকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
বুধবার (২১ আগস্ট) অপু বিশ্বাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে বন্যাকবলিত এলাকার একটি প্রতীকী ছবি শেয়ার করে আল্লাহর কাছে সাহায্য কামনা করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “সর্বশক্তিমান আল্লাহ, আমাদের দেশকে বন্যা থেকে রক্ষা করো।”
অপু বিশ্বাসের এই পোস্টের পর তার ভক্তরাও নিজেদের উদ্বেগ প্রকাশ করেন এবং সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করেন। পাশাপাশি সবাইকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে বন্যা দেখা দিয়েছে, যার প্রভাবে বাংলাদেশের ফেনী, গোমতী, এবং মুহুরী নদীর পানি বেড়ে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ফেনী, নোয়াখালী, এবং কুমিল্লার পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে, যা অতীতে এসব এলাকায় কখনো দেখা যায়নি, ফলে স্থানীয়রা এই বিপর্যয়ের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেননি।
এমএ//