টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের ফলে দেশের ১১টি জেলার নিম্নাঞ্চল ডুবে গিয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১০ লাখ ৪৭ হাজার ২৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এই দুর্যোগে সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, নৌবাহিনীসহ স্বেচ্ছাসেবকরা ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন।
এমন সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশাপাশি চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পী, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, এবং সংগীতশিল্পীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সেই তালিকায় আছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশও।
পলাশের নিজস্ব একটি ফাউন্ডেশন রয়েছে, যার নাম ‘ডাকবাক্স’। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ভলান্টিয়ারদের নিয়ে নিভৃতে কাজ করে যাচ্ছেন। বর্তমানে বন্যাকবলিত এলাকাগুলোতে পলাশের ফাউন্ডেশনের ২৭ জন ভলান্টিয়ার সক্রিয়ভাবে কাজ করছেন।
পলাশ বলেন, “অনেকেই ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করছে। আমি ভিন্নভাবে চিন্তা করে সশরীরে রান্না করা খাবার বন্যার্তদের মধ্যে বিতরণ করছি। আমরা পরিষ্কার-পরিচ্ছন্নভাবে রান্না করে হাজারের কাছাকাছি মানুষকে খাইয়েছি, এবং আগামী তিন দিন এভাবেই চলবে। এর আগে আমার ভলান্টিয়াররা ফেনীতে কাজ করেছে, আর এখন তারা নোয়াখালীতে কাজ করছে।”
বন্যা পরবর্তী পুনর্বাসন প্রসঙ্গে পলাশ বলেন, “বন্যার পানি নেমে যাওয়ার পর বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ে, যা নারী ও শিশুদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। তাই বন্যার পরবর্তী সময়েও আমি এবং আমার টিম সচেতন থেকে কাজ করে যাব।”
পলাশ আরও জানান, তার ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ সম্পর্কে খুব কম মানুষই জানে। ফাউন্ডেশনের প্রায় ৮০ শতাংশ অর্থায়ন তিনি নিজেই করেন। তবে পরিচিত কেউ স্বেচ্ছায় ডোনেশন দিতে চাইলে তা গ্রহণ করা হয়।
এমএ//