‘গণত্রাণ সংগ্রহ কর্মসূচি’-এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি দল বন্যাদুর্গতদের কাছে পৌঁছে দিচ্ছে ঔষধ, শিশুখাদ্য, শুকনা খাদ্যদ্রব্য, চাল,ডাল, তেল, তাবু, পলিথিন এবং অন্যান্য দ্রব্যসামগ্রী। তবে মঙ্গলবার (২৭ আগস্ট) পরিধেয় কাপড়ের সংগ্রহ পর্যাপ্ত পরিমাণে থাকায় সেটি আর সংগ্রহ করা হচ্ছে না বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা খুলনা বিভাগের পাইকগাছা উপজেলার বন্যাদুর্গতদের কাছে সঠিকভাবে ত্রাণ পৌঁছে দিতে উল্লেখযোগ্যভাবে ভূমিকা রাখছেন। পাশাপাশি, যে সকল বন্যার্তের কাছে এখনও ত্রাণ পৌঁছায়নি তাদের সহায়তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন তারা।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট থেকে খুলনার তিনটি গুরুত্বপূর্ণ স্থান ময়লাপোতা মোড়, শিববাড়ি এবং ফুলবাড়ীগেটে গণত্রাণ গ্রহণ কর্মসূচি বাস্তবায়নে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। পাশাপাশি, খুলনা বিভাগের অন্তর্ভুক্ত পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ভাঙা বাঁধ নির্মাণেও অংশ নেন খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকটি টিম।
- টিজে/আরএস