ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার অর্ধকোটি মানুষ। বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংগঠন। তবে অনেকেই ত্রাণ দেওয়ার সময়ে ছবি তুলছেন। সেসব আবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করছেন।
বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন নির্মাতা রায়হান রাফী। রাফী এসময় সবাইকে ছবি তোলা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন।
নির্মাতা লেখেন, “কুমিল্লার বুড়িচং উপজেলার একজন বন্যার্তের আক্ষেপ: ‘ভাই, প্রতিবছর কুরবানির ঈদে নিজের খামারের একটি গরু গরিবদের দিয়েছি, কোনোদিন ছবি তুলি নাই। অথচ আজকে আপনারা আমারে এক পোটলা চিড়া আর মুড়ি দিয়া দশ জনে ছবি তুলতাছেন! ভাই, আমাদের মাফ কইরা দেন। আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেন।’”
এমএ//