দেশের ১১টি জেলা বর্তমানে ভয়াবহ বন্যার কবলে, যেখানে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্যোগময় পরিস্থিতিতে যাঁরা পারছেন, তাঁরা ভালোবাসা ও সহানুভূতির হাত বাড়িয়ে বন্যার্তদের সহায়তা করছেন।
এই কঠিন সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানও এগিয়ে এসেছেন বন্যার্তদের সহায়তায়। ব্যক্তিগত উদ্যোগে তিনি ফেনী ও নোয়াখালী জেলায় ত্রাণ বিতরণ করছেন এবং ৪০০ বন্যাক্রান্ত পরিবারের দুই দিনের খাবারের দায়িত্ব নিয়েছেন।
এ বিষয়ে জোভান বলেন, “আমি নিজে দুর্গত এলাকায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম। ইতোমধ্যে আমার একটি টিম ফেনীতে পৌঁছেছে। আমি তাদেরকে প্রয়োজনীয় টাকা এবং জিনিসপত্র দিয়ে পাঠিয়েছি, যা তারা বন্যার্তদের মাঝে বিতরণ করছে।”
তিনি আরও জানান, “যদিও এটি ব্যক্তিগত উদ্যোগ, তবুও আমি একা নই। আমার মা, স্ত্রী, এবং শাশুড়িও এতে অর্থ সহায়তা দিয়েছেন। আমাদের আরেকটি টিম নোয়াখালীতে গেছে, যেখানে ৪০০ পরিবারকে দুই দিন ধরে প্রতিদিন দুই বেলা খাবার দেওয়া হবে।”
এমএ//